বগুড়া-১ ও যশোর-৬ আসনের নির্বাচন সুন্দর হয়েছে – ইসি সচিব মো. আলমগীর

PicsArt_07-14-11.04.18.jpg

বগুড়া-১ ও যশোর-৬ আসনের নির্বাচন সুন্দর হয়েছে – ইসি সচিব মো. আলমগীর

নির্বাচন প্রতিবেদকঃ বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। উপনির্বাচন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়।

ইসি সচিব বলেন, যশোরে ভোটার উপস্থিতি বেশি ছিল। বগুড়ায় কিছুটা কম। তবে ভোট পড়ার হার নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। গণনা চলছে। সবাই স্বাস্থ্যবিধি মেনেই ভোট দিয়েছেন। কোনো অসুবিধা হয়নি, কোনো সহিংস ঘটনাও ঘটেনি।

বগুড়ায় মনোনয়নপত্র বাছাইয়ের পর উপনির্বাচনে বৈধ ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ নির্বাচনে মোট তিন লাখ ১৭ হাজার ৫৬৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। গত ১৮ জানুয়ারি সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এরপর শূন্য আসনে নির্বাচনের জন্য ১৬ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top