ভোলায় স্বাস্থ্যবিধি না মেনেই চলছে লঞ্চ

PicsArt_06-01-08.17.44.jpg

ভোলায় স্বাস্থ্যবিধি না মেনেই চলছে লঞ্চ

সাগর চৌধুরীঃ সারাদেশে করোণার লকডাউন ওপেন করে দেয়ার পর, দ্বীপ জেলা ভোলা থেকে ঢাকাগামী লঞ্চগুলো স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও প্রচুর ভিড় ও অধিক যাত্রী হওয়ার কারণে, স্বাস্থ্যবিধি মেনে চলা কতটুকু সম্ভব হয়েছে?

ভোলা জেলার বিভিন্ন উপজেলা ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন এবং মনপুরা উপজেলা থেকে যাত্রী নিয়ে লঞ্চ গুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিভিন্ন ঘাটে এমন বোঝাই অবস্থায় লঞ্চগুলোকে ছেড়ে যেতে দেখা যায়। স্থানীয় জেলা প্রশাসন, বিভিন্ন উপজেলা প্রশাসন এবং পুলিশ সহ সবার চোখের সামনে লঞ্চগুলো যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

চলমান করোণা ভাইরাসের ঝুঁকি থাকা সত্ত্বেও এমন যাত্রী পরিবহনের ক্ষেত্রে সরকারি বিধি নিষেধ বেঁধে দেয়া হয়েছে, সেই বিধি নিয়মের কোন তোয়াক্কাই করছে না।

করনা ভাইরাসের এই প্রকোপের সময় আগামী দিনগুলো কেমন হবে? সেই বিষয়টা নিয়ে ভাবছে সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top