করোনা নিয়ে হাসপাতালে মোহাম্মদ নাসিম
বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
সোমবার রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ নাসিম।
শারীরিকভাবে দূর্বল হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার নিউমোনিয়া ধরা পড়ে।
দলীয় সূত্র জানিয়েছে, মোহাম্মদ নাসিমের পরিবারের একজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে তিন দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করায় তার পরিবারের সকল সদস্য। সবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল গণমাধ্যমকে জানান, কয়েকদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার বাবার করোনা পরীক্ষা করা হয়েছিল। সে সময় রেজাল্ট নেগেটিভ এসেছিল।