ভোলার তজুমদ্দিনে কোষ্টগার্ডের অভিযানে ২০ হাজার মিটার অবৈধ ইলিশ জাল আটক

ভোলার তজুমদ্দিনে কোষ্টগার্ডের অভিযানে ২০ হাজার মিটার অবৈধ ইলিশ জাল আটক

রফিক সাদী তজুমদ্দিন থেকেঃ ভোলার তজুমদ্দিনের মেঘনায় অভয়াশ্রমে দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ভোর রাতে কোষ্টগার্ড অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ ইলিশ জাল আটক করেছে।

আটককৃত জাল শশীগঞ্জে সুইজঘাটে এনে আগুণে পুড়ে নষ্ট করা হয়েছে।

কোষ্টগার্ড কমান্ডার মোঃ আসাদ জানান, মঙ্গলবার ভোর রাতে সেহরী খাওয়ার পর নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড সদস্যদের নিয়ে অভয়াশ্রমে টহলে বের হই। এ সময় চরজহিরউদ্দিন এলাকার মেঘনা থেকে প্রায় ২০ হাজার মিটার অবৈধ ইলিশ জাল আটক করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান জানান, নিষেধাজ্ঞার শেষ সময়ে জেলেরা বেপরোয়া হয়ে নদীতে নামার চেষ্টা করছে। এজন্য কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর রাত দিন যৌথ অভিযান পরিচালনা করছে।

আটককৃত জাল সকালেই শশীগঞ্জ সুইজঘাটে এনে আগুণে পুড়ে নষ্ট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top