মসজিদে তারাবিহ নামাজ স্থগিত করল সৌদি আরব

PicsArt_04-13-09.09.12.jpg

মসজিদে তারাবিহ নামাজ স্থগিত করল সৌদি আরব

আন্তজার্তিক প্রতিবেদকঃ প্রাণঘাতী মহামারি কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পরিবর্তন না হলে ২০২০ সালের রমজানের সময় সৌদি আরবের মসজিদগুলোতে তারাবিহ নামাজ হবে না।

এ ভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত সব মসজিদে তারাবিহ নামাজ স্থগিত থাকবে বলে জানিয়েছেন দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ।

মন্ত্রী জানান, ‘করোনার প্রাদুর্ভাবের কারণে পরিস্থিতি স্বাভাবিক না হলে মসজিদে তারাবিহ নামাজ স্থগিত থাকবে তবে ঘরে বসে তারাবিহ আদায় করতে পারবে।

আল-রিয়াদের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ইসলামিক বিষয়কমন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ বলেছেন, ‘দেশের কোভিড-১৯ এর পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে তবে ঘরে বসে তারাবিহ নামাজ আদায় করতে হবে।

তিনি আরও বলেন, মসজিদে তারাবিহ নামাজের চেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ স্থগিত হওয়ার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। ঘরে তারাবিহ নামাজ পড়ে তা কবুলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার পাশাপাশি বিশ্বব্যাপী সব মানুষের করোনামুক্তির জন্যও দোয়া করার আহ্বান জানান মন্ত্রী।

মহামারি করোনাভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য দেশটির মসজিদে মসজিদে সাময়িক নামাজ স্থগিতের নির্দেশ দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদিকর্তৃপক্ষ।

মন্ত্রী আরও বলেন, করোনার এ প্রাদুর্ভাবের সময় এ ভাইরাস কিংবা স্বাভাবিক মৃত্যুবরণ কারীর জানাজা সর্বোচ্চ ৫ কিংবা ৬ ব্যক্তি সম্পন্ন করবে। জানাজাসহ সব স্থানে বেশি লোক সমাগম না হওয়ারও আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top