দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া এসআই প্রত্যাহার

PicsArt_04-05-02.15.05.jpg

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া এসআই প্রত্যাহার

জেলা প্রতিনিধিঃ বগুড়ায় দুই টিভি রিপোর্টারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ায় সদর থানার এসআই নিরঞ্জনকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) রাতে শহরের থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাংবাদিকরা থানায় গিয়ে প্রতিবাদ জানান।

জানা যায়, রবিবার রাত ৮টার দিকে একাত্তর টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি শাহজাহান আলী বাবু ও সময় টিভির মাজেদ রহমান মোটরসাইকেলে শহরের চেলোপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় হর্ন বাজিয়ে পুলিশের গাড়ি এলে তারা সাইড দেন। এ নিয়ে এসআই নিরঞ্জনের সঙ্গে দুই রিপোর্টারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এসআই নিরঞ্জন তাদের হাতকড়া পরিয়ে সদর থানায় নিয়ে যান। খবরটি জানাজানি হলে সহকর্মীরা থানায় গিয়ে প্রতিবাদ জানান। এরপর পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার নির্দেশে দুই সাংবাদিককে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া এসআই নিরঞ্জনকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, তুচ্ছ ঘটনায় দুই সাংবাদিকের সঙ্গে এসআই নিরঞ্জনের বাগবিতণ্ডা ও ভুল বোঝাবুঝি হয়েছে। পরে বিষয়টি সমাধান করে এসআই নিরঞ্জনকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

সাংবাদিক মাজেদ রহমান জানান, ওই ঘটনায় সদর থানা এসআই নিরঞ্জন ও এএসআই গোলাম মোস্তফার বিরুদ্ধে মামলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top