ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে কাদের গনি সভাপতি এবং শহিদুল ইসলাম সম্পাদক

PicsArt_03-15-10.12.10.jpg

ঢাকা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে কাদের গনি সভাপতি এবং শহিদুল ইসলাম সম্পাদক

সাগর চৌধুরীঃ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে কাদের গনি চৌধুরী-শহিদুল ইসলাম প্যানেল বিজয়ী হয়েছে।

শনিবার দিনব্যাপী ভোটগ্রহণের পর রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার কাদের গনি চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৫৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের শহিদুল ইসলাম ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরফানুল হক নাহিদ পেয়েছেন ৫৯০ ভোট।

সহ-সভাপতি পদে বিজয়ীরা হলেন- শাহীন হাসনাত (৮৯৬) ,বাছির জামাল (৮৬৯) ও রাশেদুল হক (৭১৯)।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাহজাহান সাজু (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), কোষাধ্যক্ষ পদে মো. আনোয়ারুল হক (গাজী আনোয়ার) (৮৯৩), সাংগঠনিক সম্পাদক পদে দিদারুল আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), প্রচার সম্পাদক পদে খন্দকার আলমগীর হোসাইন (৯৩৬), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে আবুল কালাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), জনকল্যাণ সম্পাদক পদে দেওয়ান মাহমুদা সুলতানা (৮৩৬), দফতর সম্পাদক পদে ডি এম অমর (৭০২) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে রফিক মুহাম্মদ (৮৪৫), শহিদুল ইসলাম (৮০৮), খন্দকার হাসনাত করিম পিন্টু(৭২৯), আবুল হোসেন খান(৬৮৮), কাজী তাজিম উদ্দিন (৬৭৭), জেসমিন (৭০২), রফিক লিটন (৬৩৭), আব্দুল হালিম (৬২৬)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top