অনুতাপে
মোঃ আঃ কুদদূস
চোখের জলে ভিজে যাওয়া
পথ পেরিয়ে হেসে হেসে
চলে যেও না, ওগো প্রিয়ে।।
সুতোর বাঁধন ছিড়ে ফেলে
সুখের নাওয়ে জীবন তরী
যেও নাকো আজ বেয়ে বেয়ে।
একবার যে জল ঝড়ে পড়ে
হৃদয় হতে, সে জল সাক্ষী
এই জীবনের নীল বেদনার।
সহস্র বার ফিরে আসলেও
চাঁদনি রাতে জলকণার সুখ
অশ্রু হয়ে পড়বে গড়ায়ে।
চোখের জলে যে পথ ভিজে
সে পথ কভু যে শুকায় না
অজস্র রোদ খরতাপে।
অনুরাগের জল ফেলো না
ওহে প্রাণের প্রিয় বন্ধু
ভুল করে তার অনুতাপে।
২০ ফেব্রুয়ারি ২০১৯
স্বরবৃত্ত ছন্দ