মন ভেঙে যায়
শাহিনা খাতুন
প্রতিদিন অজস্র মৃত্যু মেনে নেই
বলি এইতো জীবন
কিন্তু এ অপমৃত্যু মানতে
পাজঁর ভেঙে যায়
কাজের খোঁজে ঢাকা শহর
আহারে বড় নিষ্ঠুর শহর
ট্রাফিক জ্যাম কেড়ে নিয়ে যায়
জীবনের বর্ণিল সময়
পড়াশোনা গান শোনা ছবি আঁকা
নিকটজনের দেখা সাক্ষাৎ
সবই প্রাত্যহিক সূচিপত্র থেকে চলে যায়
তবুও গাদাগাদি ঠাসাঠাসির শহর
ভালবেসে কিংবা ঘৃণা করে থেকে যাই
অগণিত মানুষের শহরে
খেটেখুটে চলে যায় দিন
বিধিলিপি বলে মেনেই নিয়েছি সব
তবুও অসংখ্য মৃত্যু
মন ভেঙে দেয়।