খোয়াব
মোঃ আঃ কুদদূস
ভালোবাসি চাঁদনি মুখ-
চাঁদনি মুখের হাসি
হাসির মাঝে লুকিয়ে-
প্রণয় রাশি রাশি।
এমন হাসি কেড়ে নেয়
আমার কোমল প্রাণ
প্রাণ ভরে হেরি তাই
মমতা অফুরান।
ভালোবাসি কালো চোখ-
কালো চোখের দৃষ্টি
সে দৃষ্টিতে আছে যে
মানবীর নিজ কৃষ্টি।
এমন চাহনি কেউ তো
দেখে নাই আগে
তাই ভাবি, তোমায়
কেন ভালো লাগে?
ভালোবাসি মিষ্টি সুুর-
মিষ্টি সুরের কথা,
সেই সুরে চলে যায়
মনের সকল ব্যথা।
এমন সুরেলা কণ্ঠ তো
হয় না সবার মুখে
কণ্ঠ শুনে ভুলে মন,
কষ্ট সুখে দুঃখে।
ভালোবাসি শ্বাস-প্রশ্বাস-
তোমার শ্বাসে আমি,
আমার বিশ্বাস জুড়িয়া
এক মানবী তুমি।
মুহূর্ত সব কেটে যায়
শুধু তোমায় ঘিরে
বিশ্বাস রয়ে যায় অটুট
থাকবে জনম ভরে।
ভালোবাসি দীর্ঘ চুল-
মেঘের বরণ কালো,
সেই কালো অপরুপ
ছড়ায় রাতে আলো।
কেশের আলোতে হেরি,
নিকষ তিমির রাত্রি
রাত কেটে যায় খোয়াবে
হই মায়ার যাত্রী।।
১ সেপ্টেম্বর ২০১৮
স্বরবৃত্ত ছন্দ