দিবা রাত্রির কাব্য
কামরুন নাহার সিদ্দিকা
আমার যখন মধ্যরাত
তোমার তখন সকাল
আমি যখন দেখি ভোরের আলো
দিন গড়িয়ে তোমার বিকাল এলো ।
যখন বৃষ্টি নামে এই শহরে
শুনছো কি তুমি রিমঝিম কান পেতে?
তোমার বরফ পরা দিনে
আমি থাকি রোদেলা দুপুরে
ইচ্ছেরা বেড়ায় তোমার সাথে।
হোক না সে অনেক দূরে
জানি তুমি বিষুবরেখার ওপারে,
মনটা তবু ছুটে যেতেই পারে
একটা দিন চাই আমার
একসাথে সুর্যোদয় দেখার
সে রাতটা হোক ভরা পূর্নিমার।
১৫. ০৯.২০১৮
সিরাজগঞ্জ।