তপস্যা
মোঃ আঃ কুদদূস
চলি ফিরি খাই দাই মানুষের মত
হাসি খেলি গল্প বলি প্রায় সারাক্ষণ
কিন্তু এ মনে লুকিয়ে ব্যথা কত শত
দুঃখ বলার মত কেউ নেই আপন।
জানে না কেউ কিংবা জানবে না কখনো
অদৃশ্য দহনে পোড়া এ মনের হাল
যে আঘাত দেয়ার দিয়ে যায় এখনো
জোড়া কি লাগবে যদি ছিড়ে যায় পাল?
পূর্ণিমা শেষ হইলে আসে অমাবস্যা
সুখ শেষে দুঃখ আসে বলেছেন প্রভূ
কষ্টের দিন এখন আমার তপস্যা
এলোমেলো এই জীবন ভাবি নি কভু।
আলোর পথ সরিয়া গেছে বহু দূরে
আধার ভীড় করেছে মম পথে পথে
জীবন আবার কবে দাঁড়াইবে ঘুরে
যে চলে গেছে অজানায় তাহার সাথে।
বিশ্বাস ও ভালোবাসা এক সূত্রে গাঁথা
আগাছায় ভরে আছে এ জীবন বৃক্ষ
বুকের মাঝে বয় এক সাগর ব্যথা
বুঝত সবে চিরে দেখানো গেলে বক্ষ।
এ জগতে আর সাধ নেই বাঁচিবার
মরিতে চাহি রাখিয়া অটুট বিশ্বাস
যদি নেয় তুলে প্রভূ কৃপায় তাঁহার
শুধু থেকো স্মরণে কালে শেষ নিঃশ্বাস।
১২ জুলাই ২০১৮
পর্যায়সম পয়ার ছন্দ।