প্রীতি আসর
মোঃ আঃ কুদদূস
ভালো লাগার বিচিত্রতা- জীবনের অনুপম ছন্দ,
এই ছন্দের অলিন্দে, সুন্দর জীবনের আহ্বান।
সেই আহ্বান প্রতিনিয়ত আন্দোলিত করে, মনোরম জীবনকে, অপরিসীম মমতায়।
ক্ষুদ্র ক্ষুদ্র এমনি ভালো লাগাগুলোকে নিয়েই এগিয়ে চলে জীবনের রথ।
একদিন জীবন হারিয়ে গেলেও সেসব ভালো লাগা, মনের মুকুরে, জ্বলজ্বল করে, হীরকখণ্ডের মত।
জীবন হতে জীবনের প্রস্থান হলেও- এক একটি ভালো লাগা অবিনশ্বর, স্বর্ণখচিত বাক্সে বন্দী।
ভালো লাগা এসব মুহূর্তগুলো, ভালোবাসায় পরিণত হয়ে, চির অম্লান থাকে, সাবলীল জীবনালেখ্যে।
এমনি এক ভালো লাগা,
এমনি এক ভালোবাসা-
আজকের বৃষ্টিস্নাত সন্ধ্যায়, টিনের চালে বৃষ্টির রিমঝিমঝিম ছন্দে, ভালো লাগার আনন্দে, প্রাণবন্ত জলসায়- গণগ্রন্থাগারের জমজমাট কবিতা পাঠের আসরের মায়াবী মুহূর্তগুলো।
এই জনপদের এমনি অযুত নিযুত নিরব সন্ধ্যার আগমনী বার্তায় যেন পৌঁছে যায়-
আমাদের আজকের এই হিরণ্ময় সন্ধ্যার অফুরন্ত অনুরাগ।
তোমরা কি ভুলে যাবে, হে বন্ধুবর! আমাদের এই ভালো লাগার সোনালি মুহূর্তগুলোকে-
অনাগত জীবনের অসমাপ্ত সব গল্পের আরোহন কিংবা পরিসমাপ্তিতে।
স্মৃতির আয়নায় অবিকল কি থাকবে আমাদের বন্ধন, ভালোবাসার পিরামিড হয়ে?
এই তটে আবার কবে হবে দেখা, প্রাণখুলে হাসার মেলা, প্রাণ হতে প্রাণে মায়ার দোলা?
হয়তো সে সময় আর আসবে না ফিরে, মেঘমালার ভীড়ে, শ্বাশত রূপে।
তবুও এই প্রাণের সন্ধ্যার সুর, যাইবে বহু দূর, জীবনের অনাবিল প্রবাহে।
হয়তো আমাদের এপিটাফে, লেখা রবে, এই প্রীতির আসর, মহাকালের ক্ষুদ্র কোণে।
খেয়ালের ভুলে, বিস্মৃত যেন না হয়, আমাদের এই ভালোবাসা, অনাগতকালে।
ভালো থেকো বন্ধু, সুযোগ পেলে এসো, হৃদয়ের টানে, আবার বৃষ্টি হলে, রিমঝিম টিনের চালে, হেসে আর খেলে, কত ঢঙে বলে, সাজাবো কবিতা পাঠের আসর, এ যেন মোদের প্রীতি বাসর।
২২ জুলাই ২০১৮
অমিল মুক্তক ছন্দ