মুক্ত পাখি
মোঃ আঃ কুদদূস
আজ সুন্দর দিনে উষ্ণতা হ্রাস পেয়েছে হে
হঠাৎ স্বস্তির বৃষ্টি মনকে শীতল করেছে হে
কোথা হারালো প্রভাকরের নিঠুর তাপদাহ হে*
সত্যি বাদলা হাওয়ার শীতল ছোঁয়া চাই হে।
যদি এমন দিনে আমার প্রাণে তান রহে হে
তবে কবিতা ও গান লিখব অপূর্ব সুরে হে
মম মনে সে সুর ছন্দ উঠিবে নেচে নেচে হে
তব মায়াবী মুখে হাসি ফুটবে তাহা দেখে হে।
এই শুভ দিনে সুন্দর মনোরম বাতাসে হে
নাই সে যাহার জন্য মম মন উচাটন হে
চলে গিয়েছে সে আজ বহু দূরে একা ফেলে হে
তবু এ মমতায় ভরা ভূবনে বেঁচে আছি হে।
যাকে আমি চাই বিশ্বাস ও প্রেমের চাদরে হে
আজ সে ছিড়ে চাদর হেলায় বেরিয়ে গেছে হে
জানি বাসা বাধিতে কখনো সে পারিবে নাহি হে
শুধু সুখের ঘর চুরমার করিতে পারে হে।
যায় যদি যাক এই প্রাণ তবু করি পণ হে
শুভ দিনে ভাল রব ভুলে সব প্রবঞ্চক হে
যাবে যার যাওয়ার নাহি কিছু পাওয়ার হে
কি বা আসে যায় বনের পাখি বনে উড়িলে হে।
যাও৷ পাখি উড়ে আজিকে এই নির্মল দিনে হে
ধরে রাখবো না খাঁচায় যে যেতে চায় উড়ে হে
কুঞ্জ৷ যার ঠিকানা কখনো সে কি পোষ মানে হে
পাখি অরণ্যে যাও ঐ বুনো পাখিদের সাথে হে।
১১ জুলাই ২০১৮
আশা মালতী ছন্দ