লেখকে লেখক হারায়। লেখক মাহাবুব উল আলম চৌধুরীর লেখা ‘লাল টিপ লাল শাড়ি’ উপন্যাস। বোরহানউদ্দিনের নির্বাহী কর্মকর্তা মোঃ কূদ দূসের ঊশা নামে কবিতার বই একে অপরকে গিফট দেন।
সাগর চৌধুরীঃ বোরহানউদ্দিন বই মেলা শুরু হবার পর থেকেই লেখক মাহাবুব উল আলম চৌধুরীর বইয়ের প্রতি সাধারন পাঠকের সাড়া পড়ে যায়, ইতোমধ্যে ২১শে বইমেলায় সাড়া ফেলেছে বইটি। আর দরদর করে কাটতি বাড়ছে ‘লাল টিপ লাল শাড়ি’ উপন্যাসটির।
বই মেলায় ঘুড়ে পাঠকের মতামত ‘লাল টিপ লাল শাড়ি’ উপন্যাসটির সম্পর্কে জানতে চাইলে এক পাঠক বলেন, ফোইস বুকে দেখেন, পাঠক সেখানে মক্তব্য করেছে প্রচুর।
উপন্যাসটির লেখক মাহাবুব উল আলম চৌধুরী বলেন, সত্যি অনলাইনে প্রচুর লেখালেখি হচ্ছে আমার বইটি নিয়ে। উপন্যাসটি বেশ গ্রহন করেছে পাঠকরা।
মাহাবুব উল আলম চৌধুরীর গতবছর বই মেলায় ‘বস্তির নাম ৭৪২’ নামে একটি উপন্যাস বের হয়। বীমা পেশায় পেশায় নিয়োজিত হলেও লেখার প্রতি তার অগাধ ভালোবাসা।
দুই লেখক অটোগ্রাফ দিতে ব্যস্থ। পাঠকের চাহিদা।
এদিকে বোরহানউদ্দিনের নির্বাহী কর্মকর্তা মোঃ কূদ দূসের ঊশা নামে একটি কবিতার বই বের হয়। মাননীয় এমপি আলী আজম মুকুল বইটির মোড়ক উম্মেচন করেন। মোড়ক উম্মেচন অনুষ্ঠানে ঊশা কাব্যগ্রন্থের কবিকে তেতুলিয়ার কবি হিসাবে উপাধি দেন মুকুল।
পেশাগত ভাবে সরকারী চাকুরী করলেও শিল্প সাহিত্যের প্রতি তার গভীর মনোযোগ আছে। কবিতার প্রতি তার গভীর ভালোবাসা। যেন ভাবতে ভাবতেই হারিয়ে যান কাবিতার অতলে।
বরগুনার এই কবির ঊশাই প্রথম গ্রন্থ। কবিতাই আগামী দিনের বুনিয়াদ ভেবে কবিতায় নিজেকে সর্মাপন করেছেন কবি।