রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান ও তার স্ত্রী’র অস্থাবর সম্পদ জব্দ

Picsart_24-04-04_22-49-14-809.jpg

রাজউকের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান। ফাইল ছবি। সোমবার (১৯ মে ২০২৫) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সাগর চৌধুরীঃ দুর্নীতির অভিযোগ থাকায় রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের অস্থাবর সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে ২০২৫) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পক্ষে সংস্থার পরিচালক আবুল হাসনাত এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ছিদ্দিকুরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র মোতাবেক জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. ছিদ্দিকুর রহমান সরকার ও তার স্ত্রী রেবেকার নামীয় সর্বমোট ১৩টি বিও অ্যাকাউন্টে বিপুল পরিমাণ শেয়ারের মালিকানা রয়েছে। এ ছাড়াও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর ও সঞ্চয়পত্রে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নামীয় অস্থাবর সম্পদগুলো থেকে টাকা উত্তোলন করতেন। বিদেশে পাচারের চেষ্টা করছেন বলে গোপন সূত্রে জানা গেছে। তারা অর্থ বিদেশে পাচার করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়ত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট মো. ছিদ্দিকুর রহমান সরকার ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ (ফ্রিজিং) করা প্রয়োজন।

আরও সংবাদ পড়ুন।

প্রকৌশলী রিয়াজুল ইসলাম রাজউকের নতুন চেয়ারম্যান

আরও সংবাদ পড়ুন।

আনিসুর রহমান মিয়া রাজউক চেয়ারম্যানের মেয়াদ আরও ১ বছর বাড়ল

আরও সংবাদ পড়ুন।

রাজউকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এর‘দুর্নীতি’ অনুসন্ধানে দুদক

আরও সংবাদ পড়ুন।

হাউজিং প্রকল্পের কার্যক্রম – রাজউক চেয়ারম্যানসহ চারজনের প্রতি আদালত অবমাননার রুল

আরও সংবাদ পড়ুন।

নারী সহকর্মীকে ‘যৌন হয়রানি’, রাজউকের পরিচালক শেখ শাহীনুল ইসলামকে বরখাস্ত

আরও সংবাদ পড়ুন।

রাজউকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিককে পদাবনতি

আরও সংবাদ পড়ুন।

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আরও সংবাদ পড়ুন।

গুলশান, বনানী, দিলকুশা ও মহাখালীতে রাজউকের ৩৯টি বাড়ী দখলে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-০৪ -এর ইমারত পরিদর্শকের বিরুদ্বে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

রাজউকে দুর্নীতির সিন্ডিকেট গঠন; ঘুষের গ্রহন সহ একাধিক অভিযোগে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

রাজউক তো আপদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান

আরও সংবাদ পড়ুন।

হাইকোর্ট – রাজউক কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বিষয়ে জানতে চান

আরও সংবাদ পড়ুন।

সাপ্তাহিক ছুটির দিনে উত্তরা আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top