সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের দখল করা জমি উদ্ধার
অপরাধ প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার অবৈধ দখল করা মুক্তিযোদ্ধার ১৫ শতক জমি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছেন আদালত।
শুক্রবার সকালে জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজারে পাকা সড়কসংলগ্ন অবৈধ দখলকৃত ওই জমি সরকারি সার্ভেয়ার দ্বারা মেপে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। জমিটি আছাদুজ্জামানের দখলমুক্ত হওয়ায় এলাকার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে ওই জমিতে আছাদুজ্জামানের তৈরি অবৈধ মার্কেট ভেকু দিয়ে গুঁড়িয়ে দেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, আছাদুজ্জামান যখন ডিএমপি কমিশনার ছিলেন তখন থেকেই ফরিদপুরের আলফাডাঙ্গার গ্রামের এলাকায় বিভিন্ন মানুষের জমি দখল শুরু করেন। তবে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হওয়ায় কেউ তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস পেত না।
বীর মুক্তিযোদ্ধা এটিএম নাসির উদ্দিন আহমেদের ছেলে এসএম রেজওয়ান জানান, গত ৯৭ সালে স্থানীয় মোসলেম গংদের কাছ থেকে উক্ত ১৫ শতক জমি ক্রয় করে দখল গ্রহণ করি। এরপর ২০১৬ সালে তৎকালীন পুলিশের ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ক্ষমতার প্রভাব খাঁটিয়ে আলফাডাঙ্গা থানায় আমাদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে রাতারাতি আসাদুজ্জামান মিয়া ওই জায়গায় মার্কেট নির্মাণ করেন।
তিনি আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট ও দুর্নীতিবাজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের ঘনিষ্ঠ পুলিশের ডিএমপি কমিশনার হওয়ায় আমরা আছাদুজ্জামানের অবৈধ দখলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘ ৯ বছর পরে আদালত অবৈধ দখলমুক্ত করে আমাদের কাছে হস্তান্তর করেছেন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ কারাগারে
আরও সংবাদ পড়ুন।
জুলাইয়ের পরাজিত শক্তির বিরুদ্ধে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার
আরও সংবাদ পড়ুন।
২০১৪, ২০১৮ ও ২০২৪ নির্বাচনে দায়িত্ব পালন কারী এসপিরা কে কোথায়? অনেকেই ভোল পালটে গুরুত্বপূর্ণ পদে
আরও সংবাদ পড়ুন।
সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ও সাবেক পিবিআই প্রধান বনজ কুমারের পাসপোর্ট বাতিল
আরও সংবাদ পড়ুন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একগুচ্ছ সিদ্ধান্ত
আরও সংবাদ পড়ুন।
পুলিশের ১০৩ পদস্থ কর্মকর্তার ‘নির্বাচনী পদক’ বাতিল করছে সরকার
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।