একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য: সিইসি

Picsart_25-01-09_19-28-49-319.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বিশেষ প্রতিবেদকঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করা আমাদের কাজ নয়। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’

তিনি আজ বৃহস্পতিবার মৌলভীবাজারে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন।

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী নির্বাচনে পক্ষপাত করা চলবে না। ভয়ের কোনো কারণ নেই। কারো পক্ষ নিয়ে কাজ করলে তাদের ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর নির্ভর করছে একটি নিরপেক্ষা ও সুষ্ঠু নির্বাচন। কাজেই আপনারা সঠিকভাবে আইন মেনেই কাজ করবেন। সঠিকভাবে কাজ করলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।’

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করার উদ্দেশ্য তুলে ধরে সিইসি বলেন, ‘মানুষকে সচেতনতা করতে এই উদ্যোগ। যারা বাড়িতে যাবেন, ভোটারদের একটি বার্তা দেবেন- এবার আগের মতো ভোট হবে না। প্রত্যেকে নিজের ভোট নিজে দেবেন, যাকে খুশি তাকে দেবেন। এতে মানুষের মধ্য একটি জাগরণ সৃষ্টি হবে।’

সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক ও সিলেট বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী।

আরও সংবাদ পড়ুন।

উপজেলা পরিষদের ভোট – মন্ত্রী-এমপিদের প্রভাব থামাতে স্পিকারের দ্বারস্থ ইসি

আরও সংবাদ পড়ুন।

অনলাইনে দাখিল বাধ্যতামূলক উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র

আরও সংবাদ পড়ুন।

উপজেলা নির্বাচন – চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১লক্ষ টাকা ভাইস-চেয়ারম্যান ৭৫ হাজার টাকা

আরও সংবাদ পড়ুন।

ভোটারদের কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান – প্রধান নির্বাচন কমিশনারের

আরও সংবাদ পড়ুন।

উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামীকাল রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন – সকল প্রস্তুতি সম্পন্ন

আরও সংবাদ পড়ুন।

ভোলায় দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা

আরও সংবাদ পড়ুন।

ভোলা-১ ও ভোলা -২ আসন সহ স্বতন্ত্রবিহীন ৭৬ জন নৌকার মাঝি

আরও সংবাদ পড়ুন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী কি কি দায়িত্ব পালন করবে – জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আরও সংবাদ পড়ুন।

ভোটকেন্দ্র কারচুপি, অনিয়ম ও পেশি শক্তিমুক্ত রাখার নির্দেশ – সিইসি কাজী হাবিবুল আউয়াল

আরও সংবাদ পড়ুন।

রংপুর সার্কিট হাউজে; প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা কঠিন – সিইসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top