অচল ঢাকা
বৃহস্পতিবার এলে
এখন আর শীতলক্ষ্যার পাড়ে নয়
তিতাস পারে ঘুরে বেড়াই
চলতে চলতে ঢাকা অভিমুখে কেন আসি
কেন থেমে যাওয়া ঢাকা শহরের ধুলোবালি
ফুসফুসে নিয়ে পায়ে পায়ে এগোই?
কোন মোহে হারিয়ে যাই?
তুমি আছো নাকি নেই
তুমি আসলে কে?
কবে কখন কাকে তুমি সম্বোধন করেছি
মনে পড়ে না!
এখন সব কিছুই আপনি
আপনার জন্য ছুটি?
আপনাকে আপনি এবার উজাড় করুন
এবার হোক না তবে উজান-ভাটির
মিশ্র ক্রিয়া,একবার সাহস করে বলুন-
প্রিয়তমা আপনার জলডোবা পাগুলোকে যত্নে রাখুন….
আজ বৃহস্পতিবার
অচল ঢাকার সচল আমি
কার জন্য?
শাহানা সিরাজী
কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।
আরও লেখা পড়ুন।