বোরহানউদ্দিনের মেঘনা নদীতে অভিযান; রেনু জব্দ – জাল পুড়িয়ে ধ্বংস
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আজ রবিবার (৫মে ২০২৪) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা’র নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। আজকের অভিযানে মেঘনা নদীতে চিংড়ি রেনু ধ্বংসকারী ক্ষতিকর মশারি বেহুন্দি (ইন্ডিয়ান নেট) জাল এবং রেনু জব্দ করা হয়েছে।
আজকের জব্দকৃত রেনু পুনরায় মেঘনা নদীতে উন্মুক্ত করে দেওয়া হয় এবং জব্দকৃত জাল মেঘনা নদীর তীরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দেওয়া হয়।
আজকের অভিযানে অংশগ্রহণ করেন, হাকিমুদ্দিন নৌপুলিশ ফাঁড়ি’র পুলিশ সদস্যরা।
এদিকে, স্থানীয়রা অভিযোগ করেন, রেনু পোন আহরণ চলছেই। কোটি কোটি পিস রেনুপোনা পাচার হয়ে হয়ে যায় রোজ। মেঘনা নদীর জীব-বৈচিত্র নষ্ট হচ্ছে। মেঘনা নদীর জলজ উদ্ভিদ, হাজার হাজার প্রজাতীর মাছের রেনু পোনা ও প্রানী মারা যায়।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অবৈধ কারেন্ট জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
আরও সংবাদ পড়ুন।
দরুনের খাল মাছঘাটে জাটকা ইলিশ নিধন প্রতিরোধে অভিযান; দুই জনের সাত দিনের জেল
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে মা ইলিশ শিকার করায় দুইজনের ছয় হাজার টাকা জরিমানা
আরও সংবাদ পড়ুন।
ভোলায় ইলিশ আহরণের জন্য ৩২ টি সুতার ইলিশ জাল বিতর করেন – সচিব মোহাং সেলিম উদ্দিন