জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) কর্মচারীদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

Picsart_23-10-03_15-20-25-734.jpg

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) কর্মচারীদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ আজ সোমবার (২অক্টেম্বর২০২৩) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর)কর্মচারীদের বিরুদ্ধে ঘুষের বিনিময় রোগীদের সেবা প্রদান ও বরাদ্দকৃত ঔষধ বাহিরে বিক্রয় করার অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে এনফোর্সমেন্ট টিম হাসপাতালের পরিচালক, যুগ্ম-পরিচালক, প্রশাসিক কর্মকর্তার বিভিন্ন তথ্য উপাত্ত পরীক্ষা করে।

আজকের অভিযান পরিচালনাকালে গোপনে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। অভিযোগের আংশিক সত্যতা পাওয়া যায়। হাসপাতালের ঔষধ বাহিরে বিক্রয়ের অভিযোগের বিষয়ে তাঁরা জানান, ২০১৫ সাল থেকে এ সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে এবং নজরদারি বৃদ্ধি করায় আর এ ধরনের ঘটনা পুনরায় ঘটেনি।

তবে, একই পদে দীর্ঘদিন চাকুরি করার সত্যতা পাওয়া যায়।

আরও সংবাদ পড়ুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top