বোরহানউদ্দিনে দরুনের খালে বিক্রি হচ্ছে অবৈধ ইলিশের ঝাটকা; নিরব প্রশাসন
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন বাজারের দরুনের খাল সংলগ্ন তেতুলিয়া নদীতে প্রতিদিন অবৈধ ঝাটকা ইলিশ সহ শত শত প্রজাতির মাছের পোনা অবৈধ বেহিন্দী জাল দিয়ে আহরন করছে স্থানীয় মনির দালাল সহ আরও অনেকেই।
সাচড়া ইউনিয়নের দরুন বাজার সংলগ্ন দরুনের খালের পাশের বেড়িবাঁধে প্রতিদিন অবৈধ ঝাটকা ইলিশ সহ শত শত প্রজাতির মাছের বাচ্চা ক্রয় ও বিক্রিয় হয় সকলের সামনে। বিষয়টি যেন খোলা মেলা। প্রশাসন রীতিমতো নিরব।
প্রতিদিন ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মাছ ইলিশের ঝাটকা বিক্রি হয় দরুনের খালের পারে বেড়ীবাঁধে। দীর্ঘদিন বেচা বিক্রী হলেও প্রশাসন নিচুপ। এই এলাকার সাধারন মানুষ জনের কাছে মনির বলে বেড়ায়, প্রশাসনের লোকজনকে মাসোহারা দিয়েই তো ব্যবসা করছি। এই অবৈধ ইলিশের ঝাটকা বিক্রি ও রেনু পোনা কেনা বেচার জন্য প্রত্যেক মাসেই টাকা দেই।
স্থানীয়রা বলেন, মনির প্রতিবছরই এই অবৈধ মাছের ব্যবসা করে। স্থানীয় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সবাই মনিরকে চিনে জানে।
স্থানীয়রা আরও বলেন, প্রশাসনের চৌকস কর্মকর্তারা দরুনের খালের মনির দালালের বিষয়ে ব্যবস্থা গ্রহন না করলে তারা যে মাসোহারা নেন এটা প্রমানিত হয়।
উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এর কোন ব্যবস্থা না নিলে সরকারের মৎস্য বিভাগ লক্ষমাত্রা হারাবে।