দুদকের মামলায় বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

Picsart_23-02-02_07-58-33-342.jpg

দুদকের মামলায় বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আদালত প্রতিবেদকঃ অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালুর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি২০২৩) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালতে মামলার বাদী দুদকের উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত) রহিমা খাতুন জবানবন্দি দেন। এরপর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী ৫ মার্চ পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ইস্যু করে। নোটিশের প্রেক্ষিতে ফালু ওই বছর ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের তদন্তে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের তথ্য গোপনের তথ্য পায়।

এ অভিযোগে ২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। পরের বছর ১৪ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top