২ কোটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে – ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

Picsart_22-11-30_12-08-54-219.jpg

২ কোটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে – ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ সরকার এবং জনগণের সম্পত্তি হেফাজত করার কথা জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সামনে তাঁদের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল সভা-সমাবেশ করবে। তাঁদের দায়িত্ব হলো এসব রাজনৈতিক দলের নিরাপত্তা দেওয়া।

আজ রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পুলিশের কাজ হচ্ছে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা করা। মাঠ পর্যায়ে কাজ করতে শারীরিক সক্ষমতা বাড়াতে প্যারেডের বিকল্প নেই। শারীরিক সক্ষমতা এবং মাঠ পর্যায় দুই ক্ষেত্রেই সমান দক্ষতা থাকতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের জন্য অনেক কিছু করছেন। এর প্রতিদান হিসেবে ২ কোটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলার অবনতি রোধে সবাইকে সজাগ থাকতে হবে। নগরবাসীর আস্থা অর্জনে আরও বেশি সতর্ক থাকতে হবে। বাংলাদেশ পুলিশ ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হয়নি। প্রতিটি ক্ষেত্রে জীবন দিয়ে হলেও চ্যালেঞ্জ মোকাবিলা করেছে।

এর আগে মাস্টার প্যারেডে ডিএমপি কমিশনার অভিবাদন গ্রহণ করেন। এ ছাড়া তিনি ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট এবং পতাকাবাহীদের প্যারেড পরিদর্শন করেন।

মাস্টার প্যারেডে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top