পুলকিত – শাহানা সিরাজী

Picsart_22-11-11_04-36-11-035.jpg

পুলকিত
যদি আমাকেই হেঁটে হেঁটে যেতে মিরপুর ২ কিংবা আবদুল গণি রোড তবে তাকে তাহাকে উনাকে কেন পয়গম্বর মানতে হবে!
কেনই বা তাসবীহ হাতে সকাল-সন্ধ্যা জপতে হবে!
বৈকুন্ঠে বেড়ে ওঠা সাপ
কবেই পালিয়েছে হাঁচির শব্দে!

প্রতিদিন ভোর হয়
প্রতিদিন সন্ধ্যা হয়
একই নিয়মে একই সমনে একই ঘটনে
অথচ প্রাণ জুড়ে বাস নির্মলবাতাসীভোর-সন্ধ্যা…
জাবরকাটাবেলা বিদ্রোহ করতে গিয়ে থেমে যায়
পারবে না,থামো! সহ্য করো! আরো বেশি।

প্রগাঢ় অঞ্চলে বেঁধে রাখো অচেনা চাবী
যার তুমি ধারক নয় বাহক নয় মালিক নয়
কিন্তু জীবনজুড়ে তুমি….

বাহ্যিক অর্থনীতি ভুলে যাও
এখানে বিষগাছে ফুল কী ভাবে ফোটে?
এখানে বিষফল হতে বিষবীজ হয়
বিষ গিলে গিলে বিষজয়া হও

একদিন বিকেলে দেখবে হলুদখামে প্রাঞ্জল তুমি
বাঁশের বাঁশির আহবানে পুলকিত…

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top