বৈশাখের চোখে জল – শাহানা সিরাজী
শেকড়বিহীন বৃক্ষ ঝড়ের প্রথম আঘাতে উপড়ে যায়
তাতে শাখা-প্রশাখায় ফুল পাতার দুঃখ বেড়ে যায়
পাখিরা নিঃস্ব হয়ে ডাকাডাকি করে
অক্সিজেনের অভাবে হাঁসফাঁস মানুষ নুইয়ে পড়ে।
মাথা তুলে দাঁড়াতে চাও?
শেকড়ের করো সন্ধান
হাতে হাত ধরে হও সীমান্তের কাঁটাতার
কৃষিজ পণ্যকে ভুলে অর্কিড হলে
মৌসুমি বাতাসে উড়ে যাবে
বৈশাখ বার বার আসে, আসতেই হবে
অর্থনীতির সাথে তার সম্পর্ক গভীর
আরো গভীর সম্পর্ক কৃষাণ-কৃষাণীর
চোখে- মুখে আশা-আকাঙ্ক্ষার দোলাচাল
মণ্ডা-মিঠাই, মুডি-মুড়কি, খই-দই-চিড়া
আমাদের সামাজিক বন্ধনকে দৃঢ় করে
আমরা হাসি,হাসতে হাসতে ভুলে যাই
অনেক কিছু, অহিংস অনুরাগ স্বপ্ন দেখায়
গাছেরা ভরা যৌবনে শাখা মেলে
আকাশ বার বার জানায়
মাটি শীতল হবে…
এই বুকটা চৈতালী জমিন
তুমি এক চিলতে বৈশাখ
বৈশাখের চোখে জল
মাটির তৃষ্ণায় অমৃত।
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।