আমি ভুলে গেছি
শাহিনা খাতুন
এখানে অনেকে অকপটে ভালবাসার কথা বলে
কেউ কেউ নির্দ্ধিধায় পাশ কেটে চলে যায়
অবহেলা না এড়িয়ে যাওয়া বোঝা দায়
তবুও সময় করে বৃষ্টি আসে
পাল তোলা নৌকায় মাঝির কন্ঠে
ভাটিয়ালী শুনিনি বহুদিন
সড়কে মৃতের আর্তনাদে ভুলে গেছি সব
লালন হাছন নজরুল রবীঠাকুর
সুর করে পুথি পড়ার মত করে
কবিতা পড়িনা অনেকদিন
প্রতিদিন মনে পড়ে শতবার সেই কবিতাখানি
“বরষার জল সরিয়া গিয়াছে জাগিয়া উঠিছে চর
গাঙ শালিখেরা গর্ত খুড়িয়া বাধিতেছে সবে ঘর”
বন্দে আলি মিয়াঁর এই লাইন দুটি পড়ে
কবিতার প্রেমে পড়েছিলাম
কবিতায় ছবি আঁকা
আহা কি হ্রদয় ছোঁয়া কবির ছবি!
আমি ভুলে গেছি সব
প্রতিদিনকার মৃত্যুযোগে আমি সব ভুলে গেছি
আমার হ্রদয় খুঁড়ে দেখতে পার
লাশের দুর্গন্ধ লেগে আছে।