তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা “মাটির দেহ”।

Uno.1.jpg

মাটির দেহ
মোঃ আঃ কুদদূস

মাটির দেহ নিয়ে তুমি
করো নাকো অহংকার
প্রাণ পাখিটা উড়ে গেলে
পড়ে রইবে নিথর।।

আপনজন সব দেহ নিয়ে
যাইবে কবরের ধার
কিছুই তো যায় না দেখা
সেই কবরের ভিতর।।

কেউ নেই আপন তোমার
এই দুনিয়ার মাঝার
সেদিন তুমি দেখবে চোখে
জলন্ত প্রমাণ তাহার।।

মাটির ঘরে মাটির দেহ
মাটি হবে ঠিকানা
মাটির মাঝে হবে তোমার
জীবনের শেষ বিছানা।।

একদিন মাটির বুকে পঁচবে
মাটির দেহটা তোমার
স্বর্গে গিয়ে আত্মা তোমার
হইবে চির অমর।।

মাটির দেহের বড়াই করে
ভুলিও না যাত্রা পথ
সঠিক পথের পথিক হলে
সফল হবে জীবন রথ।।

৩ সেপ্টেম্বর ২০১৮
স্বরবৃত্ত ছন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top