আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
সাগর চৌধুরীঃ আজ বৃহস্পতিবার (৭ই মার্চ ২০২৪) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জসিমউদদীন হায়দার এর সভাপতিত্বে আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
আজ বৃহস্পতিবারের আলোচনা সভায় বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জাফর উল্ল্যাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমত উল্ল্যাহ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
আজকে আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারগণ ও আওয়ামী লীগের স্থানীয় নেতা ও কর্মীগন।
বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মুন্না’র সঞ্চালনায় আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
আরও সংবাদ পড়ুন।
বোরহানউদ্দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে প্রভাত ফেরির মিছিলে – আলী আজম মুকুল এমপি