বোরহানউদ্দিনে ১৭ শত ৭৬ লিটার রুপচাদা সয়াবিন তেল জব্দ;৫০ হাজার টাকা জরিমানা
জে এম.মমিনঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার অবৈধ ভাবে সয়াবিন তেল মজুদ রাখার অভিযোগে চৌধুরী এন্টারপ্রাইজের গুদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১৭ শত ৭৬ লিটার রুপচাদা সয়াবিন তেল জব্দ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷
শনিবার রাতে স্থানীয় কৃষি ব্যাংক শাখার বিপরীতে ওই ব্যবসায়ীয় গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ওই ব্যবসায়ীর গুদামে অবৈধভাবে মজুদ করে রাখার অপরাধে ১৭ শত ৭৬ লিটার রুপচাদা সয়াবিন তেল জব্দ করেন এবং ব্যবসায়ী মাকসুদ চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাতেই জব্দকৃত তেল বোরহানউদ্দিন পৌর বাজার জামে মসজিদ এর সামনে লিটার প্রতি ১৬০ টাকা ধরে বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শনিবার সকাল ও রাতে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মওজুদকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।