গণমাধ্যম সংবাদ প্রকাশ; দৌলতখানে বিপুল পরিমাণ গলদা রেনু আটক
উপজেলা প্রতিনিধিঃ ভোলা জেলার দৌলতখান উপজেলার সুইসগেট নামক স্থান থেকে সরকারের নিষিদ্ধ বাগদা ও গলদা চিংড়ি’র পোনা আটক করেছে দৌলতখান মৎস্য বিভাগ।
আর দেখুন বিস্তারিত
গত কয়েক দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে দৌলতখানে বাগদা ও গলদা চিংড়ি মাছের রেনু পোনা ধরার খবর প্রকাশ হয়। সেই সংবাদের সূত্র ধরেই দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে সরকারের নিষিদ্ধ বাগদা ও গলদা চিংড়ি’র পোনা সংগ্রহে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুইসগেট নামক স্থানে বিপুল পরিমাণ গলদা চিংড়ি সংরক্ষণ করা হয়েছে। বিক্রী করার উদ্দেশ্যে। সেই মাছ ধরতে সক্ষম হই। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার আসামিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করেছেন।
উদ্ধার কৃত রেনুপোনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহফুজুর হাসনাইন দৌলতখান উপজেলা পুকুরে অবমুক্ত করেন।