বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বৃষ্টির হলে সড়কের দুর্দশা দেখার কেউ নেই
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডে সাবেক চেয়ারম্যান আবদুল হালিম নাগর মিয়া বাড়ির দরজা দিয়ে পূর্বদিকে একটি সড়ক গিয়েছে দেড় থেকে দুই কিলোমিটার বুধবার আধাঘন্টা বৃষ্টির কারণে সড়ক টির বেহাল দশা।
এই সড়ক দিয়ে যানবাহন চলছে এবং শত শত লোক চলাফেরা করছেন এই সড়কের আশে পাশে রয়েছেন অনেক বিখ্যাত বিখ্যাত নামকরা বাড়িঘর এবং আরো রয়েছেন ঘনবসতি স্থানীয় সূত্রে জানা যায় এই এলাকায় রয়েছেন ৩৫০০ শো ভোটার ৮ নং ওয়ার্ডের অধিকাংশ লোক এই সড়কে চলাফেরা করে।
পবিত্র মাহে রমজান মাসে তারা দালাল বাজার মসজিদে তারাবির নামাজ আদায় করেন। এই সড়ক দিয়ে প্রতিদিন সকালবেলা শত শত ছাত্র ছাত্রী পড়ালেখা করতে যান।
স্থানীয় সূত্রে জানা যায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৪ বছর আসার পরও কোনো উন্নয়নের ছোয়া লাগেনেই এই সড়কে।
সীমিত বৃষ্টি বর্ষা হলেই এই সড়কের বেহাল দশা হচ্ছে
স্থানীয় সূত্রে আরো জানা যায় এই সড়কে আজ পর্যন্ত কোন মাঠির ফালানো হয় নাই।
স্থানীয়রা নিজেদের পরিশ্রমে একাধিকবার মাটি পালিয়েছেন।
কিন্তু খুব দুঃখের বিষয় হচ্ছে একাধিকবার এই সড়ক নিয়ে অনেক সংবাদ প্রচার হয়েছে অনেক শিরোনাম হয়েছে এবং স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি ভোলা ২ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের আব্দুর রব কাজীর কাছে একাধিকবার দরখাস্ত দেওয়া হয়েছে কোন সুফল মিলেনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ভোটের আগে রাস্তা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভোট শেষ করেছেন।
এবং বিভিন্ন মিটিং-মিছিলে বলেছেন আমি নিজে হতে পারলে সবার আগে এই ৮ নং ওয়ার্ডের এই সড়কের কাজ করব।
কিন্তু ভোট আসলে যে ভোটের আগে এই শ্লোগান দেন জনপ্রতিনিধিরা ভোটের আগে ভাই ভাই ভোট গেলে খবর নাই।
৮ নং ওয়ার্ডে ঘন বসতিরা খুবই দূর্ভোগে রয়েছে স্থানীয়রা।
স্থানীয়দের দাবি ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি ও কাচিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আব্দুল রব কাজী দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত যেন এই সড়কের কাজটি করে দেন এই কামনা করছি।