বিজয়ের ৫০ বছরে আওয়ামী লীগ দেশ পরিচালনায় সাড়ে ২১ বছর – এনামুল হক শামীম

বিজয়ের ৫০ বছরে আওয়ামী লীগ দেশ পরিচালনায় সাড়ে ২১ বছর – এনামুল হক শামীম

বিশেষ প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি। মহান বিজয়ের ৫০ বছরের মধ্যে স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ দেশ পরিচালনা করে সাড়ে ২১ বছর। আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশের যত উন্নয়ন । দেশের বাজেটের আকার, রাজস্ব আয়, রেমিট্যান্স, দারিদ্র্য নিরসন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো তৈরি ও উন্নয়ন, মানবসম্পদ উন্নয়নে সাফল্য এসেছে। সব কৃতিত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।’

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে
রবিবার (১৯ ডিসেম্বর) বিকালে শরীয়তপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র আয়োজনে বর্ণাঢ্য র‍্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী ও সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ এ কে এম এনামুল হক শামীম, এমপি এসব কথা বলেন।

উপমন্ত্রী এনামুল হক শামীম আরও বলেন, ‘সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধুকে হত্যার দীর্ঘ একুশ বছর পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ২০০৯ সালে ক্ষমতায় এসে একটানা নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। বিশ্বনেতারাও আজ প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ থাকেন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমূখ।

তিনি আরও বলেন, ‘আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে অসমাপ্ত কাজগুলো করছি। খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন ,মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি, তথ্যপ্রযুক্তি সেবাসহ দেশের সার্বিক উন্নয়ন বেগবান হয়েছে । উন্নয়নের চলমান গতিধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ সালের আগেই বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত ‘সোনার বাংলা’তে পরিণত হবে। বিশ্বের অনেক দেশে স্বাধীনতা দিবস আছে কিন্তু বিজয় দিবস নেই। কিন্তু আমাদের বিজয় দিবস রয়েছে। এই মহাবিজয়ের মহানায়ক হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top