তজুমদ্দিনে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি সাদির হোসেন রাহিমঃ ভোলার তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা তজুমদ্দিনের চর শাওন, চর নাসরিন ও চর মোজাম্মেল এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বালতি বিতরণ করেন।
পরিদর্শনকালে জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিশু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, সোনাপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মিন্টু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী সমরজিত ঘরামী সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঘুর্ণিঝড় ইয়াসের আঘাতে তজুমদ্দিন উপজেলার চরাঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। পানিবন্দি হয়ে পরেছে চরাঞ্চলের কয়েক হাজার মানুষ। জোয়ারের পানি মানুষের বসত বাড়ি, হাঁস, মুরগী, গরু, ছাগল ভাসিয়ে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত এসকল পরিবারের পাশে দাড়ানোর জন্য রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে লালমোহন-তজুমদ্দিনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।