বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন – সাইফুর রহমান

PicsArt_09-29-09.05.49.jpg

বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
করেন – সাইফুর রহমান

সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরকারি আদেশ অমান্য করে মোটর সাইকেল চালানোর অপরাধে ৯টি মামলার বিপরীতে ৯ জনকে ২৮০০/- টাকা জরিমানা করা হয়েছে।

মোটর সাইকেল জরিমানা করার প্রসঙ্গে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুর রহমান বলেন,
মোটর সাইকেল চালকের লাইন্সেস না থাকা এবং চালকের হেলমেট না পরা সহ অপরাধ সমুহের জন্য জরিমানা করা হয়েছে।

কুঞ্জেরহাট বাজারে ইত্যাদি ব্যাকারিকে লাইসেন্স বিহীন বেকারী পরিচালনা করার অপরাধে, হোটেল ও বেকারি আইনে ২০১৪ সালের আইনে ১৯ ধারা মোতাবেক ৫০০০/- টাকা অর্থদন্ড বা ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুঞ্জেরহাট বাজারে ইত্যাদি ব্যাকারিকে লাইসেন্স বিহীন বেকারী পরিচালনা করার অপরাধ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুর রহমান বলেন, সরকারি আইন অমান্য করে বেকারি পরিচালনা করার অপরাধে জরিমানা করা হয়েছে।

এছাড়াও আমাদের অভিযান নিয়মিত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top