‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য সহায়তা অব্যাহত থাকবে’- মুরাদ হাসান এমপি
জেলা প্রতিনিধিঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ও যতদিন মানুষ কাজে ফিরতে না পারবে ততদিন খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। করোনাকালীন কঠিন সময়ে সরকার ও আওয়ামী লীগ দেশবাসীর পাশে আছে।
মঙ্গলবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল বাজার বালুর মাঠে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে দরিদ্র অসহায় ও কর্মহীন হয়ে পড়া ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী দেশের এই মহামারির সময়ে দরিদ্র মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও বিদেশে চিকিৎসা নিয়ে যে প্রোপাগান্ডা শুরু করেছে তার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘বিএনপি এখন অপরাজনীতি নিয়ে ব্যস্ত। রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার সিহাব উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, পৌর মেয়র মনির উদ্দিন ও পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।