ঘুমঘুম রাত – শাহানা সিরাজী
ঘুমঘুম রাত তারাদের ফাঁদ
ভাবি বুঝি এই তুমি , কই তুমি?
সরোবর একা পায় না তার দেখা
ঝুলে ঝুলে জাগে একা একা চাঁদ
পড়শি,ও পড়শি, জানালা খোলা রাখ
চোখ জোড়া মেলে দেখ,গ্রিলের ফাঁকে
অনামিকা বৃষ্টি করে যায় সৃষ্টি সবুজ ক্ষেত
ফসলের সম্ভারে হেসে ওঠে পাখিরা উড়ে যাক
মন যেন কাঁদে আজ তবে কদরের রাত?
রেহেলের ভাঁজে আঙুলের শাখে অকাতর
বিসমিল্লাহ বলে দেখ,নামতে পারে বৃষ্টি
বোশেখের আগুন জ্বলে রাখ ডুবিয়ে নিদারুণ পাত
ঘুমঘুম রাত স্বপ্নের ফাঁদ একবার আয়
ঐচ্ছিক মোহনায় ঘুমাবো জীবনের দায়…
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।