আচরণবিধি লঙ্ঘন – মেয়র প্রার্থীকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘন, মেয়র প্রার্থীকে জরিমানা

জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় মেয়র প্রার্থী শাহ মোহাম্মদ মুসলিমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এ সময় দোকানে পোস্টার লাগানোর অপরাধে এক ব্যবসায়ীকে পাঁচশ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে একই দিন নবীগঞ্জ পৌর নির্বাচন উপলক্ষে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীদের পোস্টার যানবাহনে লাগানো এবং একাধিক মাইক ব্যবহারের দায়ে ৩ জনকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, মঙ্গলবার মাধবপুর পৌর নির্বাচন উপলক্ষে আচরণবিধি মানা হচ্ছে নাকি তা তদারকি করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে রাস্তার পাশে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে মেয়র প্রার্থী শাহ মোহাম্মদ মুসলিমকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় এক দোকান মালিককে পাঁচশ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাধবপুর বাজারের ফুটপাত দখল করে জিনিসপত্র রাখায় সবাইকে সতর্ক করে ফুটপাত পরিস্কার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top