ভোলায় মহান মে দিবস পালিত হয়েছে।
ভোলা সদর প্রতিনিধিঃ ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বনার্ঢ্য র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজনে মধ্যে ভোলা সদর উপজেলায় মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে বানার্ঢ্য একটি র্যালি বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মো: মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মো: মিজানুর রহমান, ভোলা চেম্বার অব কমার্স এর পরিচালক মো: শফিকুল ইসলাম সহ আরো অনেকে।
এছাড়াও র্যালিতে বিভিন্ন শ্রম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক এর কার্যলয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তবে জেলা প্রশাসনের ডিসি, এসপি, সিভিল সার্জন সহ সমপর্যায়ের কর্মকর্তাগন মে দিবসের কোন অনুষ্ঠানেই অংশগ্রহন না করায় ভোলা জেলার সচেতন মহল বিস্ময় প্রকাশ করে।
গণমাধ্যম কর্মিদের কাছে জেলার অনেকেই জানতে চান তারা কেন মে দিবসের অনুষ্ঠানে আসেন নি?