প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমীকদের কল্যানে সকল পদক্ষেপ গ্রহন করেছেন – আলী আজম মুকুল।
সাগর চৌধুরীঃ আজ মহান মে দিবস উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে আলী আজম মুকুলের নেতৃত্বে মহান মে দিবসের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজকের র্যালিটি বোরহানউদ্দিন উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সংসদ সদস্যের বাসার সামনে এসে শেষ হয়।
সংসদ সদস্যের বাসার সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী মানবতার মা শ্রমীকদের কল্যানে সকল পদক্ষেপ গ্রহন করেছেন। গার্মেন্টর্স সহ সকল দপ্তরে তাদের বেতন ভাতা দ্বিগুন করেছেন। শ্রমীকদের যে কোনো ন্যায্য আদায়ে প্রধান মন্ত্রী তাদের পাশে থেকেছেন।
এমপি আরও বলেন, শ্রমীকদের শ্রমের বিনিময়ে বাংলাদেশ আজ মধ্যেম আয়ের দেশে পরিনত হয়েছে। শ্রমীক মালিক এক হয়ে কাজ করলে যে কোনো দেশ উন্নতির স্বর্ণ শিখড়ে উঠবেই।
আজকের র্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনঞ্জুর আলম খান, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র নাথ, বোরহানউদ্দিন উপজেলার উপ-সহকারী কমিশনার ভূমি রফিকুল হক, বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, জসিমউদ্দিন হায়দার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্যাহ মিয়া সহ বিভিন্ন শ্রমিক অঙ্গ ও সংগঠনের নেতাকর্মী।