রাতে যানবাহন চলাচলে বিধি-নিষেধ থাকছে না
বিশেষ প্রতিবেদকঃ করোনার বিস্তার রোধে জরুরি প্রয়োজন ছাড়া রাতে বাড়ি থেকে বের হওয়ার ওপর যে বিধি-নিষেধ ছিল তার মেয়াদ শেষ হচ্ছে আজ রাত ১২টার সময় ।
ফলে রাত ১০টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার যে নিষেধাজ্ঞা ছিলো তা আর থাকছে না।
সোমবার করোনা মহামারিতে জনসাধারণের চলাচলের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের সার্বিক কার্যাবলী/চলাচলের ক্ষেত্রে নিজ নিজ মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষ তাদের আওতাধীন বিষয়ে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বাসস্থানের বাইরে মাস্ক পরা, পারস্পারিক দূরত্ব বজায় রাখা ও অন্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।
কোভিড-১৯ এর বিস্তার রোধে স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগসহ জেলা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করবে।
স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধান অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এসব নির্দেশনা ১ সেপ্টেম্বর থেকে পালন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।