তোমার কোনো বিচার হলো না – নীহার আহমেদ
আমাকে ভাংচুর করার অপরাধে
তোমার কোনো বিচার হলো না
আমাকে নিমখুন করার অপরাধে
তোমার কোনো বিচার হলো না
অপেক্ষার হেমলক পান করানোর অপরাধে
তোমার কোনো বিচার হলো না
বুকের নিশানায় উপেক্ষার তীর ছোঁড়ার অপরাধে
তোমার কোনো বিচার হলো না
বিচার না হ’তে হ’তে নিজেই তুমি
হ’য়ে গেলে তুমুল অহংকার,
অহংকার হবার অপরাধে কোনোদিনই
তোমার কোনো বিচার হলো না
নীহার আহমেদ
৩০ জুন, ২০২০,
রামপুরা, ঢাকা।