জলের মতো রঙ
শাহিনা খাতুন
ভালবাসার কী রঙ
জানো নাকি?
লাল শাড়ী পরেছিলাম বলে
ধরে নিওনা ভালবাসার রঙ শুধু লাল
প্রজাপতির পাখায় যত রঙ দেখেছো
সবই ভালবাসার চিহ্ন
আজ এক নতুন প্রেমের গল্প আছে
ঐ যে ফুলবাগান রাস্তা দিয়ে
রোজকার মতোই বাইসাইকেল করে
বেল বাজিয়ে চলে আসে ছেলেটি
প্রহরীকে নীচু স্বরে শুধোয়
ঘুমিয়ে আছে নাকি জেগে আছে
দীর্ঘক্ষণ অপেক্ষা করে ব্লাড প্রেসার মাপে
প্রতিদিনকার সিসটোলিক ডায়ালোস্টিক পরিবর্তন
ডায়েরিতে লিখে রাখে
প্রেসারের ঔষধের মাত্রার উপর
ছোটখাট একটা রচনা লিখে ফেলে
তার ভালবাসার কী নাম দেবে
ছায়াবানীর মোড়ে দুটি পা হারানো
যে ছেলেটি মাঝে মাঝে বাঁশী শোনায়
সিড়ি দিয়ে সন্তর্পণে নেমে গেছে
বার বার ঘুরে ফিরে শুধু তৃপ্তি খুঁজেছে সে
চৌরাশিয়ার বাঁশী সে শুনেনি কোনদিন
বেঙ্গলের অনুষ্ঠানের নামও জানবেনা কোনদিন
অথবা শান্তনিকেতনে যাওয়া হবেনা কোনদিন
তবু্ও বাঁশিতে চিরচেনা ভাটিয়ালি সুর
সে সুরের যাদুকরী প্রেম
কী নাম দেবে তুমি তার
কী রঙ বলবে তুমি তাকে
যে বীর বিদায় বেলায়ও সুরের আলো দেখায়
আমি তার রঙ খুঁজে পেয়েছি
জলের মতো রঙ
তুমি তার নাম দিতে পারবেনা
মেঘলা আকাশের মতো হয়তো
অথবা জলের মতো।
ভালবাসা চার অক্ষরের অযতন
সোনালী পাখার মতো
উড়ে উড়ে আসে
চাইনা তবু্ও আসে
অতপর চলে যায়
বারবার ডাকি তবুও চলে যায়।