ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ।

PicsArt_02-16-11.46.11.png

ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ।

বোরহানউদ্দিন উপজেলার স্থানীয় লোক জনের অভিযোগের ভিত্তিতে বোরহানউদ্দিনে ইয়াবা আশক্ত এক পতিতা নারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা করার অভিযোগ পাওয়াগেছে।এই মর্মে ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহমান তুহিন খন্দকার তার নিজ সামাজিক মাধ্যম ফেইজবুকে একটি স্টাটাজ দেয়।এই ঘটনাকে কেন্দ করে milee shikdar নামক ফেইজ বুক আইডি থেকে ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদকের নামে কুরুচি পুর্ন ও অশালিন আক্রমাত্নক স্টাটাজ ও কমেন্ট করে।যা বাংলাদেশ সংবিধানে তথ্য প্রযুক্তি আইনে অপরাধ। tuhin khandokar এর ফেইসবুক ওই স্ট্যাটাসে কারো নাম উল্ল্যেখ না থাকলেও milee shikdar নামের ওই আইডি থেকে এরকম কুরুচি পূর্ণ কমেন্ট কেন করা হয়েছে তা বোধগম্য নয়। ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাবের পক্ষথেকে এর বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।কথিত নামধারী সাংবাদিক পরিচয় দানকারীদের বিরুদ্ধে আনগত ব্যাবস্থা গ্রহনের জন্য ভোলা জেলার পুলিশ প্রশাসনের কাছে জোড় দাবী জানাই।

পরবর্তী কালে এমন কুরুচি ও অশালিন স্টাটাজ দিলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top