নারায়ণগঞ্জ পিটিআই’র কর্মকর্তা কর্মচারীদের অর্থ আত্মসাতের অভিযোগে – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ পিটিআই’র কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের প্রাপ্য সম্মানীর অর্থ আত্মসাতের অভিযোগে একটি অভিযান পরিচালনা করে দুদক, সজেকা নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক ওমর ফারুক এর নেতৃত্বে গঠিত একটি টিম।
সহকারী পরিচালক ওমর ফারুক এর নেতৃত্বে গঠিত একটি টিম অভিযানে পিটিআই’র কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের প্রাপ্য সম্মানীর টাকার একটা অংশ কেটে রেখে আত্মসাতের বিষয়ে রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বক্তব্য গ্রহণ করা হয়। কিছু অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এ ব্যাপারে পিটিআই, নারায়ণগঞ্জ কর্তৃপক্ষকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সরবরাহের জন্য বলা হয়েছে।
সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক তা যাচাই-বাছাই করে দুদক টিম বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে।
নারায়ণগঞ্জ পিটিআই’র কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের প্রাপ্য সম্মানীর অর্থ আত্মসাতের অভিযোগ অনেক পুরনো। তবে, বর্তমান সুপারিনটেনডেন্ট (বিসিএস – সাধারণ শিক্ষা ক্যাডার) মোসফেকা বিন্তে সুলতান এই প্রতিষ্ঠানে যোগদান করার পর নানা রকম অনিয়ম ও হয়রানি করার অভিযোগ করেন, এখানকার প্রশিক্ষণার্থীরা। নানা ছল ও ছুতোয় অর্থ আদায় করারও অভিযোগ প্রশিক্ষণার্থীদের।
এর আগে তিনি পটিয়া পিটিআই এর সুপার হিসেবে দায়িত্ব পালন করার সময়ও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন প্রশিক্ষণার্থীরা।