সুরের দেশ
মোঃ আঃ কুদদূস
হাজার সুরের এই বাংলাদেশ
সুরের যে তার নাইকো শেষ
পাখির ডাকে নদীর তানে
কত সুর উঠে এই প্রাণে।
কৃষকের মুখ অবিরাম গায়
এই মাটির হৃদয়ের গান
শুনে শুনে সেই প্রাণের সুর
প্রতিদিন হয় সব ক্লান্তি দূর।
ফাগুনের সুর কোকিলের ডাক
শরত জুড়ে শিয়ালের হাক
সন্ধ্যায় শুনি ঝি ঝি’র সুর
একটানা ডাক বেশ সুমধুর।
শ্রাবণ রাতে ডাহুক ডাকে
সেই ডাক শুনি ঘুমের ফাঁকে
চাঁদের আলো ছড়ায় জোৎস্না
মনে জাগে সুরের তৃষ্ণা।
শাপলা বনে বাতাসের সুর
লাল শাড়ীতে মোর কহিনুর
ছড়ায় ছন্দ হেমন্ত কালে
লাল সবুজের গালিচা তলে।
কাকের কর্কশ সুর ভাঙে ঘুম
চৈত্র দুপুরে সুরের ধূম
ঢোলের তালে সুর মূর্ছনা
হৃদয় তোলে শত ব্যঞ্জনা।
ভরা বিলে জলডুবির ডুব
নৈশব্দে শুনি একদম চুপ
বৃষ্টির দিনে টিনের চালে
টাপুর টুপুর সুর একতালে।
রিমঝিম সুরে প্রাণটা নাচে
গুড়গুড় ডাকে মেঘ আসে কাছে
হাত বাড়িয়ে ছুঁতে মন চায়
সুরের লহরী উতাল হাওয়ায়।
মায়াবী সুরের অপূর্ব দেশ
সুরের সৌরভ ছড়ায় বেশ
প্রাণে সুরের বন্দনা জাগে
সুর তুলি তাই সন্ধ্যারাগে।
১২ জানুয়ারি ২০১৮
স্বরবৃত্ত ছন্দ