রূপান্তরিত প্রেমিকের চন্দন বাগান – শাহানা সিরাজী
ইলোরা- অজন্তায় অঙ্কিত প্রেম
ক্রমাগত ঐতিহ্য হতে হতে
ওয়ার্ল্ড হেরিটেজ!
খোজার ঘরে জন্ম নেয়া শিশুটি উল্লাসে কাঁদে
বাবাকে বাবা ডাকতে চাই-
খোজা বুক ভাসায়
সে অধিকার কোথায়!
আনবিক বোমায় আক্রান্ত বৈষ্ণব
নিঃশেষ হয়- বৈষম্য যন্ত্রণাদায়ক
“নো ওয়ার্ক নো পে” ইতিহাসের চটুল অধ্যায়
এখানে মানুষের চেয়ে সস্তা আর কিছু নেই!
বাবরের জয়ের পেছনে রয়েছে
টাটকা রক্তের ধারা,চিবুক ভাসানো অশ্রু
শূন্যচোখে তাকিয়ে থাকা সর্বহারা!
সমরকৌশল তো মানুষের বিপক্ষেই
যন্ত্রণাও মানুষের দেহেই
হার্ট এটাক মানুষেরই হয়
মানুষ হাঁটুমুড়ে নতজানু
মানুষেরই কাছে!
উষ্ণতা কেবল আবহাওয়ায় নয়
হৃদয়ের মেরু-মরু-দশ দিগন্তে একাকার!
মানবিক বেদনায় উড়ে ধুলির স্তর
মানবিক আবেদনে কাঁপে নিঃস্ব চরাচর”
প্রেমিক হারিয়ে গেলেও প্রেম হারায় না
শারদীয় দেবী বিসর্জন মানেই
মুছে দেয়া নয়; আকুলতা , অপেক্ষা…
শাহানা সিরাজী
কবি, সাহিত্যিক ও সরকারি কর্মকর্তা।