বয়স – হাবীবুল্লাহ সিরাজী
এক ফাঁকে হাওয়া সতেরো আঠারো
এক ছোঁয়াতে ঊনিশ
বেলা অবেলায় ভাঁপ-ওঠা মেঘে
চিল-চঞ্চুতে শিস
এক সন্ধ্যার কুড়ি-ভাঙা ছাদে
এক আলস্যে ঢল
তারার আড়ালে ঘুমের গন্ধে
দুফোঁটা চোখের জল
এক ভালোবাসা ওষ্ঠে-কপালে
এক নামে উড়ো খই
একুশে বাইশে আগুনের গুণে
না পাতানো জোড়া সই
পঁচিশের বাকি আরো দুই দাগ
তেইশের ভেজা তুলো
বসন্তবেলা ফাঁকি দেবে বলে
চব্বিশে মাখে ধুলো