তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা”আদ্যন্ত”।

PicsArt_09-16-10.10.09-1.jpg

আদ্যন্ত
মোঃ আঃ কুদদূস

আদিতেও তুমি, অন্তেও তুমি
মাঝখানে আমি
অনন্তের সন্ধানে নিশাচর
অনাদি কালের অসীম মমতায়।

সন্ধ্যায় সন্ধানে থাকি-ভোরের পাখির,
গোধূলির ভাবনায়
এমনি করে জগত ফুরাবে
শুধু সমধূর স্বপ্নের বর্ণিল ডানায়।

থাকলেও তুমিই, না থাকলেও তুমি,
অবসরের অনুভবে
অজস্র অনাবিল অনুরাগে
দিন শেষে রাতের মায়াবী আশ্রয়ে।

কত কথা হয় পূর্ণকলা শশীর সাথে
নিঃসঙ্গ নিশীথে
হাসনাহেনার মনমাতানো সৌরভে
শুধু একটু ভালো থাকার আশায়।

একদা রাতও ঘুমায়, ঘুমায় পৃথিবী,
রাতভর জাগরণে
একটি ছবির গভীরতা খুঁজে
ভাবি, কিভাবে আরেকটু বাঁচা যায়।

কেউ থাকে না, থাকো না এই তুমি,
তবুও থাকি আমি
শুধু তোমাকে বার বার হারাতে
ভাবলেশহীন ভাবুকের ভালোবাসায়।

২৭ অক্টোবর ২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top