সাধ
মোঃ আঃ কুদদূস
রাত দিন এতো দেখি তোমায়
তবু ভরে না এ মন
তোমার মাঝে কি যে আছে
ভাবি বসে সারাক্ষণ।
আঁধারে কিংবা আলোয়ে
ভাবি বসে নিরবে
তুমি কেন এত তো ভালো,
মন ভরে যে গৌরবে।
তোমার শত অনুরাগে
হাসি একা নিরালে
অপরুপ রুপ তোমার হেরি
হাজার চোখের আড়ালে।
তুমি জানবে না, জানবে না,
এই মনের বেদনা
তোমাকে না দেখতে পারলে
দু’চোখে আসে কান্না।
এতো বেশি দেখি তোমায়
তবু মিটে না গো সাধ
তোমার কাছে এই মন চায়
শুধু অনেক আহলাদ।
হৃদয়ের গহীন বন জুড়ে
শুধু তোমার সুন্দর মুখ
সেই মুখের হাসি দেখে
জুরায় আমার এই বুক।
এতো দেখি, এতো ভাবি,
এতো বাসি গো ভালো
তোমায় হাতরিয়ে বেড়াই
যবে নামে রাত কালো।
৬ সেপ্টেম্বর ২০১৮
স্বরবৃত্ত ছন্দ